রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো হবে না: পররাষ্ট্রমন্ত্রী
রাখাইনে পরিস্থিতির উন্নতি না হলে রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
রোহিঙ্গা ইস্যুতে ওআইসি ও পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এসময় মঙ্গলবার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু নিয়েও শঙ্কা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, রাখাইনে পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে।
আর প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইউএনএইচসিআরকে যুক্ত করার বিষয়ে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি সইয়ের চেষ্টা করেছে বাংলাদেশ। বৈঠক শেষে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন মার্কিন রাষ্ট্রদূত।