দিল্লিতে বিরুশকার গ্র্যান্ড রিসেপশন
বিনোদন ডেস্ক : সিঁথিতে চওড়া সিঁদুর, পরনে লাল শাড়ি, গলায় ভারি গয়না। দিল্লিতে রিসেপশন মঞ্চে জনসমক্ষে এভাবেই হাজির হলেন নববধূ আনুশকা শর্মা কোহলি।
আর বিরাটের পরনে ছিল কালো গর্জাস শেরওয়ানি এবং সাদা চোস্তা।
ইতালিতে বিয়েটা লুকিয়ে সারলেও, নিজ দেশে ফিরে রাজধানীর বুকে ঘটা করে রিসেপশনের আয়োজন করেছেন নবদম্পতি। বৃহস্পতিবার বিরুশকার সেই রিসেপশনের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
বিয়ের পাশাপাশি আনুশকার রিসেপশনের শাড়ি ও গয়নারও ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে যখন রিসেপশন মঞ্চ বাঁধার কাজ চলছিল, প্রকাশ্যে আসে সেই ছবিও।
এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

শাকিব খানের নায়িকা হবার প্রস্তাব এসেছে বলো শোনা যায়? প্রশ্নের জবাবে যা বললেন দিঘি…
