জাপান থেকে যাত্রী ছাড়াই জাহাজ ভেসে পৌঁছাল যুক্তরাষ্ট্রে
অনলাইন ডেস্ক : প্রায় ছয় বছর আগে প্রচণ্ড সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় জাপানের উপকূল। সে সময় সুনামিতে জাপানের বহুকিছু সাগরে ভেসে যায়।
এমনকি আস্ত জাহাজও ভেসে যায় সাগরে।
২০১১ সালে জাপানে সুনামিতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায় একটি মাছধরা জাহাজ। সম্প্রতি সাগরে ভাসতে ভাসতে জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যে গিয়ে উপকূলে ভেড়ে।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
বর্তমানে জাহাজটি দেখতে যেমন ভূতুড়ে চেহারা নিয়েছে তেমন এর গায়ে বাসা বানিয়েছে একধরনের গুগলি শামুক। এটি অবশ্য সামুদ্রিক খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয়।
বিশেষজ্ঞরা বলছেন, জাহাজটি ওরিগন রাজ্যে ভেসে আসার আগে সম্ভবত হাওয়াই রাজ্যে আটকেছিল। তার কিছু প্রমাণ জাহাজটিতে দেখতে পেয়েছেন তারা।
ন্যাশনাল ওসেনোগ্রাফি সেন্টার, সাউদাম্পটনের বিশেষজ্ঞরা বলছেন, এভাবে শুধু এ জাহাজটি নয়, আরও বহু আবর্জনা সাগরে ভেসে বহু দূর দূরান্তে চলে যায়। মহাসাগরে এ ধরনের অসংখ্য বস্তুকে ভাসতে দেখা যায়। সূত্র : ডেইলি মেইল