রাজধানীতে ট্রেনে কাটা পরে নিহত ২
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে পৃথক দুটি দুর্ঘটনা নিহতের ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে একজন পুরুষ (৩০) ও একজন নারী (৪৫)।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবি উল্লাহ জানান, রাজধানীর বনানী রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর পরনে ছিল কাল-লাল রঙয়ের হাফ প্যান্ট ও সাদা শার্ট।
এএসআই আরো জানান, মহাখালীর আমতলী রেলগেটের উত্তর পাশে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের নীচে কাটা পরে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর পরনে ছিল চেক শাড়ি।
দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানায়।
এ জাতীয় আরও খবর

শিক্ষকরা কঠোর আন্দোলনের পথে এমপিও’র দাবিতে
