বাসায় ফিরলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
১৯৪৭ সালে জন্ম নেয়া এ শিল্পীর চিকিৎসাসেবার সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বুধবার দুপুরে হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার আগে ভিসি ফেরদৌসী প্রিয়ভাষিণীর সঙ্গে দেখা করেন ও সার্বিক খোঁজ-খবর নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুুখ উপস্থিত ছিলেন।
ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ভর্তি থাকাকালীন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রতিদিন দু’বার তাকে দেখতে গিয়েছেন ও তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।
তারই নির্দেশে ১৩ ডিসেম্বর ৯ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়।
এ জাতীয় আরও খবর

শিক্ষকরা কঠোর আন্দোলনের পথে এমপিও’র দাবিতে

বিএনপির মাথাব্যথা নেই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে : ওবায়দুল কাদের

এমপিওভুক্তি ছাড়া ঘরে ফিরবো না

খালেদা জিয়া অসুস্থ নন, বিদেশ যাওয়ার পাঁয়তারা করছেন: বাণিজ্যমন্ত্রী
