মোরাতার গোলে সেমিতে চেলসি
লিগ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে চেলসির। বুধবার রাতে আলভেরো মোরাতার শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় চেলসি।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলার শুরুতেই এগিয়ে যায় চেলসি। ত্রয়োদশ মিনিটে সেস ফ্যাব্রেগাসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন উইলিয়ান।
বিরতির পরপরই ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় চেলসি। অন্যদিকে সমতায় ফিরতি মরিয়া হয়ে ওঠে বোর্নমাউথ। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে কালাম উইলসনের পাস থেকে দূরপাল্লার শটে ড্যান গোসলিং গোল করলে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে বোর্নমাউথ।
আরও : আজিজ আহমেদ নতুন সেনাপ্রধান
তবে বোর্নমাউথের সেই স্বপ্নে জল ঢেলে দেন মোরাতা। যোগ করা সময়ে এডেন হ্যাজার্ডের ব্যাকহিল পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে চেলসিকে সেমিফাইনালে তোলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।
সেমিফাইনালের প্রথম লেগে আগামী ৮ জানুয়ারি ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে চেলসি। দুই সপ্তাহ পর ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। অন্য সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি খেলবে ব্রিস্টল সিটির বিপক্ষে।
এ জাতীয় আরও খবর

ফেবারিটদের কী হলো?

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড
