নায়িকা মিষ্টি জান্নাতের ক্যাফেতে মিষ্টি ফ্রি
বিনোদন প্রতিবেদক : ফ্যাশন হাউসের পর চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন। গুলশানের পুলিশ প্লাজায় অবস্থিত ফ্যাশন হাউসটির নাম ‘জান্নাত এক্সপ্রেস’, আর ধানমণ্ডিতে রেস্তোরাঁটির নাম ‘সিনে ক্যাফে’।
নতুন ব্যবসা সম্পর্কে মিষ্টি বলেন, একেবারেই চলচ্চিত্রের আদলে সাজানো হয়েছে ‘সিনে ক্যাফে’। ক্যাফের নাম কেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত জানতে চাইলে মিষ্টি বলেন, ‘আমরা আসলে সিনেমার মানুষ, মনে প্রাণে সিনেমাকে ধারণ করি, যে কারণে আমাদের রেস্তোরাঁটি সিনেমার মতো করে সাজিয়েছি। এখানে এলেই মানুষের মাঝে একটা ফিল্মি ভাব চলে আসবে। চলচ্চিত্র নিয়ে কথা বলবে, ভাববে, এটাই কম কিসে?’
কোন ধরনের খাবার থাকবে জানতে চাইলে মিষ্টি বলেন, ‘আমার এখানে চায়নিজ, ইন্ডিয়ানসহ সব ধরনের খাবার থাকবে, তবে বিশেষ দিনগুলোতে বিশেষ খাবার থাকবে। যেমন পয়লা বৈশাখে পান্তা ইলিশ ও বাংলা খাবারের আয়োজন থাকবে। আবার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ফাল্গুনসহ বাঙালির বিশেষ দিনগুলোতে আমরা বিশেষ ব্যবস্থা রাখব।’
‘সিনে ক্যাফে’তে খেতে গেলে খাবারের শেষে মিষ্টিজাতীয় খাবার বিনামূল্যে খাওয়ানো হবে বলে জানান মিষ্টি। বলেন, ‘আমার এখানে যারা খেয়ে যাবেন তাদের জন্য খাবারের পর মিষ্টি ফ্রি, মানে ডেজার্ট ফ্রি খাওয়াব।’
মিষ্টি জান্নাতের সঙ্গে ব্যবসায়িক অংশীদার হিসেবে রয়েছেন তাঁর ভাই পরিচালক সজল আহমেদ।
২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। ২০১৫ সালে ‘চিনি বিবি’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন। চলতি বছরে মুক্তি পায় তাঁর অভিনীত চলচ্চিত্র ‘তুই আমার’।