কম্বল জড়ানো ছবিতে উষ্ণতা ছড়ালেন কারিশমা
বলিউড অভিনেত্রী কারিশমা শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করে বরাবরই আলোচনা থাকছেন এই অভিনেত্রী। সাধারণত বিকিনি বা খাটো পোশাকে ফটোশুটেই বেশি দেখা যায় তাকে। তার এসব ছবি পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে যায়। সমালোচনা ও ট্রোলও কম হয় না। তাতে অবশ্য পিছিয়ে যান না এই আবেদনময়ী।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
তবে এবার পুরোপুরি নগ্ন হননি কারিশমা। বরং নগ্নতার রহস্যই প্রকাশ করেছেন যেন। কম্বল গায়ে জড়িয়ে তোলা খোলামেলা এসব ছবি এবারও আলোচনা-সমালোচনায় রাখছে এই অভিনেত্রীকে।
অমিত খান্নার ক্যামেরায় একাধিক ফটোশুট করেছেন কারিশমা। কোনোটায় করিশ্মার উন্মুক্ত স্তন বিভাজিকার হাতছানি। কোনোটা আবার খোলা শরীরে গভীরের রহস্য। তবে সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে কম্বল। সূত্র: হিন্দুস্তান টাইমস।
এ জাতীয় আরও খবর

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

শাকিব খানের নায়িকা হবার প্রস্তাব এসেছে বলো শোনা যায়? প্রশ্নের জবাবে যা বললেন দিঘি…

কেমন কাটল শাকিবপুত্র আব্রামের ঈদ?

শাকিবের সিনেমা তবুও দর্শক চাহিদার শীর্ষে

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?
