পাকিস্তানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে আবারও পাকিস্তানকে হুঁশিয়ার করল যুক্তরাষ্ট্র। সোমবার পাকিস্তানকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
এসময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান কার্যকর ভুমিকা পালন না করলে তাদের সঙ্গে সমস্ত রকম চুক্তি এবং আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আরও বলেন, কোনও দেশের মদত ছাড়া সেই দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনা৷
অপরদিকে, দীর্ঘ ১৬ বছরের সংঘাতকে দূরে ঠেলে দেশে শান্তি স্থাপনের বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। তবে, আফগানিস্তানের সঙ্গে রফা করলেও পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ইস্যুতে কোনো ধরনের ছাড় দেবেনা যুক্তরাষ্ট্র।
এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

৩০০ কোটি টাকা ব্যয়ে আইফেল টাওয়ারে বুলেটপ্রুফ বেষ্টনী
