সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বিজয় দিবসে হাতিরঝিলে উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরিকল্পনা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতা যুদ্ধের খণ্ডচিত্র প্রদর্শন করার পাশাপাশি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন প্রকল্পের চিত্র লেজার শো’র মাধ্যমে প্রদর্শন করা হবে এবং ফায়ার ওয়ার্কের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।

 

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য মহান বিজয় দিবসের অনুষ্ঠানে নগরবাসীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড

বিএনপির মাথাব্যথা নেই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে : ওবায়দুল কাদের

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?