সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

স্পা পার্লারের আড়ালে রমরমা দেহব্যবসা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দোকানের বাইরে চকচকে সাইনবোর্ড টাঙানো। তাতে বড় বড় হরফে লেখা সেটি একটি স্পা পার্লার। কিন্তু সেই স্পা পার্লারের আড়ালেই চলছিল দেহব্যবসা। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিতেই ধরা পড়ল তিন যুবক-যুবতী।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

কলকাতার নিউটাউন থানার থাকদাড়ি এলাকায় অবস্থিত ক্লডিয়াস ফাইভ নামে ওই স্পা পার্লারটি। গোপন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ওই স্পা পার্লারে হানা দেয় পুলিশ। সে সময় ওই পার্লারে একেবারে হাতেনাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে তিন যুবক-যুবতী। তাদের আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই পার্লারে ‘অসামাজিক কাজকর্ম’ চলছিল। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, এই দেহ ব্যবসার মূলহোতা বাবু রতন পাল। তিনি ও তার ম্যানেজার দেবপ্রসাদ সর্দার দুজনেই সল্টলেকের বাসিন্দা। তাদের গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে অজয় নামে আরও এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: কলকাতা২৪

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

৩০০ কোটি টাকা ব্যয়ে আইফেল টাওয়ারে বুলেটপ্রুফ বেষ্টনী

ফ্রান্সে সুপারমার্কেটে ‘আল্লাহু আকবর’ বলে দুইজনকে ছুরিকাঘাত তরুণীর

কাশ্মীরে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ছেনা : রাজনাথ সিং

স্বাস্থ্যখাতে ২ হাজার কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিলেন থেরেসা মে

নাইজেরিয়াতে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৩১