আজ যেসব চ্যানেলে দেখা যাবে টি-টেন লিগ
স্পোর্টস ডেস্ক : সদ্যই শেষ হয়েছে টি-টোয়েন্টির অন্যতম রোমাঞ্চকর প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একদিন বিরতির পর ক্রিকেটের সবচেয়ে নতুন আর সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন লিগের পর্দা উঠছে কাল বৃহস্পতিবার। ছয় দল নিয়ে চারদিন এ আয়োজন শেষ হবে ১৭ ডিসেম্বর।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন কেরালা কিংসে। টাইগার ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে পাখতুনস। এছাড়া মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে বেঙ্গল টাইগার্স।
বৃহস্পতিবার থেকে টি-টেন খেলার জন্য সাকিব ও তামিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হয়েছে। তবে মোস্তাফিজকে বিশ্রামে থাকতে বলেছে বোর্ড। তবে তামিমকে ওইদিনই বিসিবি কার্যালয়ে ডাকা হয়েছে।
টুর্নামেন্টটি বাংলাদেশে সম্প্রচার করবে চ্যানেল নাইন, ভারতে সনি ইএসপিএন, পাকিস্তানে টেন স্পোর্টস ইংল্যান্ড ও আমেরিকায় এআরওয়াই ডিজিটাল ও সৌদি আরবে ওএসএন চ্যানেল।