টি-১০ লিগ খেলতে দুবাইয়ে সাকিব
স্পোর্টস ডেস্ক : বিপিএল শেষ। আপাতত জাতীয় দলেরও কোনও ব্যস্ততা নেই। এই ফাঁকে টি-১০ ক্রিকেট লিগে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল ঢাকা ছাড়েন এই তিন ক্রিকেটার। আজ যাবেন তামিম ইকবাল। দল পেলেও অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারবেন না মোস্তাফিজুর রহমান।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-১০ ক্রিকেট। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলবেন কেরালা কিংসের হয়ে। তামিম ইকবাল খেলবেন পাখতুনসের হয়ে। আর মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল বেঙ্গল টাইগার্স।
আজ শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত দশটায় সাকিব আল হাসানের দল কেরালা কিংসের মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স। রাত বারোটায় মারাঠা অ্যারাবিয়ান্সের মুখোমুখি হবে তামিম ইকবালের দল পাখতুনস।