জন্মদিন নিয়ে সালমানের পরিকল্পনা
বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। বিশ্বে তার রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। আগামী ২৭ ডিসেম্বর বয়স ৫২ বছর পূর্ণ হতে চলেছে এ অভিনেতার। তবে এরই মধ্যে তার জন্মদিনের আয়োজন নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সাধারণত নিজের জন্মদিনে বড়সড় পার্টির আয়োজন করে থাকেন সালমান খান। সেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকেন বলিউডের প্রথম সারির সব তারকারা। তবে বিগত বছরের মতো এবার তেমনটা হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এবার জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন সালমান। সবাইকে নিয়ে কোনো একটি সুন্দর-মনোরম স্থানে বেড়াতে যাবেন তিনি। তবে স্থান এখনো চূড়ান্ত হয়নি। জন্মদিনের কয়েকদিন পরেই নতুন বছর। তাই সেটিও একসঙ্গে উদযাপন করবেন।
বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সালমান খান। বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এতে সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। প্রথম সিনেমাটিতেও জুটি বেঁধেছিলেন সালমান-ক্যাটরিনা।