‘আপনাকে ভাই ডাকলে গর্বে বুক ফুলে উঠে’
অনলাইন ডেস্ক : কত ফন্দিই না আঁটছিলেন একে অপরের বিরুদ্ধে! কী কাকে পেছনে ফেলতে পারে তার লড়াই দেখেছে বিশ্ববাসী। কিন্তু দিন শেষে তারা একই পরিবারের সদস্য। বিপিএল শেষ তাই জাতীয় দলের খেলোয়াড়ের মধ্যে একে অপরের বিরুদ্ধে সেই প্রতিযোগিতাও নেই।
সেজন্যই চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসায় মেতেছেন রাজশাহী কিংসের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম।
ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ৫টি বিপিএল ইভেন্ট, চারবারের ফাইনালিস্ট এবং চারবারের চ্যাম্পিয়ন!!! টুপি খোলা অভিনন্দন… ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তী…আপনাকে ভাই ডাকলে গর্বে বুক ফুলে উঠে… যাজাকাল্লাহ খায়ের