পাঞ্জাবের নতুন কোচ হজ
স্পোর্টস ডেস্ক : আগামী তিন বছরের জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে চুক্তি সম্পন্ন করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ব্র্যাড হজ।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
গত দুই মৌসুমে হজ গুজরাট লায়ন্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৪২ বছর বয়সী হজ এখনো ঘরোয়া টি২০ লীগে খেলা চালিয়ে যাচ্ছেন। ২০১৭-১৮ মৌসুমে তিনি বিগ ব্যাশ লীগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার পরেই পাঞ্জাবের কোচ হিসেবে যোগ দিবেন।
এ সম্পর্কে কিংস ইলেভেন পাঞ্জাব এর মালিক নের ওয়াদিয়া বলেছেন, আমরা ব্র্যাডের সাথে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছি। সে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবে। বীরেন্দ্র শেবাগও দলের সাথে ক্রিকেট পরিচালক হিসেবে যুক্ত থাকবেন।