সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

‘পলাতক আসামিদের যত দ্রুত সম্ভব দে‌শে ফি‌রি‌য়ে এনে বিচার করা হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু ও বু‌দ্ধিজী‌বী হত্যায় জ‌ড়িত বি‌দে‌শে পলাতক আসামিদের যত দ্রুত সম্ভব দে‌শে ফি‌রি‌য়ে এনে বিচা‌রের কাঠগড়ায় দাঁড় করা‌তে সরকা‌রের প্রক্রিয়া চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

আজ বৃহস্প‌তিবার মিরপু‌রে শহীদ বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে দ‌লের পক্ষ থে‌কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তি‌নি।

আরও : আজিজ আহমেদ নতুন সেনাপ্রধান

ওবায়দুল কা‌দের ব‌লেন, তা‌দের ফি‌রি‌য়ে আনার প্রক্রিয়ায় যে জ‌ঠিলতা ‌ছি‌ল সরকার তা সমাধান ক‌রে দ্রুত তা‌দের ফি‌রি‌য়ে আনার দ্বারপ্রা‌ন্তে র‌য়ে‌ছে।

সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও জাতীয় পার্টির নেতারা ফুল দেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Print Friendly, PDF & Email