সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

প্রথম একসাথে দেশেরে গানে ইবরার টিপু, সালমা ও এফএ সুমন

news-image

বিনোদন প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে এই প্রথম একটি দেশের গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইবরার টিপু, সালমা ও এফ এ সুমন।

সামনে চলার এখনই সময়/রাখবো না আর সংশয়/স্বাধীনতা দিয়েছে মোদের/বাংলার বুকে অভয় আমার মা, আমার দেশ/ভালবাসি বাংলাদেশ… ‘আমার দেশ’ শিরোনামে গানটি গাওয়া হয়েছে।

গানটির কথা ও সুর করেছেন আলোচিত গীতিকার জিয়াউদ্দিন আলম, মিউজিক করেছেন সঙ্গীত শিল্পী প্রত্যয় খান।

৯ ডিসেম্ভর শনিবার নিকেতনে ইকিউ মিউজিক স্টেশনে গানের ভয়েস এর পাশাপাশি মিউজিক ভিডিও শুটিং করেছেন শিল্পীরা।

এ ব্যাপারে সালমা বলেন, এই গানটাই আমার প্রথম দেশের গান। এর আগে দেশের গান গাওয়া হয়নি। চেতনাময় একটি পিউর দেশের গান গাইলাম।

তিনি বলেন, গানের কথা ও সুর আসাধারন হয়েছে তাই গানটা কোন প্যামেন্ট ছাড়াই গেয়েছি। আমার কাছে মনে হয়েছে দেশের মানুষকে জাগ্রত করার মত একটি গান।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

আর এই গানের মাধ্যমে টিপু ভাই ও সুমন ভাইয়ের সাথে প্রথম কোন গাওয়া গান আমার। দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এমনটি করা। আশা করছি সবাইর ভালো লাগবে বলে তিনি মন্তব্য করেন।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। ক্যামেরায় সোহাগ খান, সম্পাদনা করছেন হাসান ফুয়াদ। মিউজিক ভিডিও ১৫ ডিসেম্ভর সন্ধা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এছাড়া গানটি বি.এল ভাইব মিউজিক অ্যাপস ও জিপি মিউজিকে এক্সক্লুসিভ প্রকাশ করা হবে।

আমার দেশ
কন্ঠ : ইবরার টিপু , সালমা, ও এফ এ সুমন
কথা ও সুর : জিয়াউদ্দিন আলম
মিউজিক : প্রত্যয় খান

সামনে চলার এখনই সময়
রাখবো না আর সংশয়
স্বাধীনতা দিয়েছে মোদের
বাংলার বুকে অভয়
আমার মা, আমার দেশ
ভালবাসি বাংলাদেশ…

সব ভেদা ভেদ, ভুলে গিয়ে
দেশের কাজে দেব প্রাণ।
হাতে রাখবো, সবাই হাত
রাখবো পতাকার মান।

কবি নজরুল, রবি ঠাকুরের
স্বপ্নের বাংলা নেবো এগিয়ে।
আগামীর পথে, নতুন সুরে
ভোরের সূর্য জাগিয়ে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

শাকিব খানের নায়িকা হবার প্রস্তাব এসেছে বলো শোনা যায়? প্রশ্নের জবাবে যা বললেন দিঘি…

কেমন কাটল শাকিবপুত্র আব্রামের ঈদ?

শাকিবের সিনেমা তবুও দর্শক চাহিদার শীর্ষে

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?

এবার দুই অভিনেত্রীর চুমুর ভিডিও ভাইরাল