সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

জেরুজালেম প্রশ্নে : ইস্তাম্বুলে বৈঠকে বসছে ওআইসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণাকে কেন্দ্র করে শুধুমাত্র ফিলিস্তিনেই নয় বরং বিশ্বের মুসলিমদেশগুলোসহ অন্যান্য দেশেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিশ্বের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরই মধ্যে বুধবার ওআইসির শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন মুসলিম বিশ্বের নেতারা।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এক বিবৃতিতে বলেন, কিছু আরব দেশ জেরুজালেম ইস্যুতে জোড়ালো ভাবে কোনো সাড়া দিচ্ছে না। তারা তাদের দুর্বলতাই প্রদশর্ন করছে। ফলে বোঝাই যাচ্ছে যে, কিছু দেশ যুক্তরাষ্ট্রের প্রতি খুবই ভীতু।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

বুধবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অরগ্যানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্পর্কে মেভলুত বলেন, যেসব দেশগুলো এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি আমরা সেসব দেশকে আহ্বান জানাব।

ফিলিস্তিন ইস্যুতে সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে তেহরানও। ৫৭টি দেশের জোটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘কঠোর বার্তা’ দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজক দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মুসলিম বিশ্বের বৃহত্তম জোটের এই শীর্ষ সম্মেলনে সংস্থার বেশিরভাগ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।

এদিকে, ইরানের পার্লামেন্টে সব মুসলিম দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। এর আগে সোমবার এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?