ট্রাম্পের ঘোষণা ‘সন্ত্রাসের’ শামিল : এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি বিশ্ব শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।পাশাপাশি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর ঘোষণাও ফিরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আজ বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি সম্মেলন তিনি এসব কথা বলেন।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে তা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ সামিল।
ট্রাম্পের জেরুজালেম নিয়ে ঘোষণার এক সপ্তাহ পর বিশ্বের ৫৭ টি দেশের নেতা ও মন্ত্রীরা ওআইসির এই সম্মেলনে যোগ দিতে এলেন। গত সপ্তাহে ট্রাম্পের এই ঘোষণার পর পরই মধ্যপ্রাচ্যে ও মুসলিম বিশ্বে বিক্ষোভ শুরু হয়।