সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ওয়ান ডে ক্রিকেটে ‘ডাবল সেঞ্চুরি’র হ্যাট্রিক রোহির শর্মার

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ গড়লেন রোহিত৷ ২০৯, ২৬৪ আর আজকে অনবদ্য ২০৮*৷

ক্যাপ্টনর ব্যাটে ধরমশালার লজ্জা ঢাকল ভারত! রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে মোহালিতে ৩৯২ রানের পাহাড়ে টিম ইন্ডিয়া৷ ওয়ান ডে ক্রিকেটে এদিন কেরিয়ারের ১৬তম সেঞ্চুরিটি করেন রো-হিট৷ ১১৫ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে শতরানে পৌঁছন টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন৷ তার পর মোহালিতে শুধুই রো-হিট৷

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে গুটিয়ে যায় বিরাটহীন ভারত৷ হাসতে হাসতে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে যায় মাস তিনেক আগে ঘরের মাঠে ভারতের কাছে ৯-০ পর্যুদস্ত হওয়া লঙ্কাবাহিনী৷ কিন্তু মোহালিতে বিপরিত চিত্র৷ ধরমশালার মত এখানেও শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করেত পাঠায়৷ কিন্তু প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করেনি টিম ইন্ডিয়ার দুই ওপেনার৷ শিখর ধাওয়ান ও রোহিত ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ করে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করেন৷ সেই ভিতে ইমারত গড়েন ক্যাপ্টেন নিজেই৷ ১৫৩ বলে ১২টি ছক্কা ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত৷

ধাওয়ান ৬৮ রানের ধামাকাধার ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেও দুরন্ত সেঞ্চুরি আসে রোহিতের ব্যাট থেকে৷ মোহালিতে এদিন টিম ইন্ডিয়া তাদের দু’টি মাইলস্টোন টপকে যায়৷ ভারত অধিনায়ক হিসেবে রোহিত টপকে যান বিরাট কোহলিকে৷ এর আগে ক্যাপ্টেন হিসেবে বিরাট সর্বোচ্চ ১৩৮ রান করেছিলেন রাঁচিতে৷ পাশাপাশি মোহালিতে এদিন সর্বোচ্চ স্কোর করল ভারত৷ এর আগে মোহালিতে ভারতের সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের বিরুদ্ধে ৩২১ রান৷ ক্যাপ্টেনকে যোগ্য সঙ্গত দেন নবাগত শ্রেয়স আয়ার৷ আগের ম্যাচে ওয়ান ডে অভিষেক হওয়া আয়ার এদিন প্রথম আন্তর্জাতিক হাফ-সেঞ্চুরিটি করেন৷ মোহালিতে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের৷ বছর আঠারোর তামিল অফ-স্পিনারের হাতে এদিন টিম ইন্ডিয়ার ক্যাপ’টা তুলে দেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী৷

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?