প্রেমের টানে ভারতে যুবক অতঃপর…
নিউজ ডেস্ক : প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশী এক যুবক। কি হয়েছিল ঘটনাটি? প্রেমিকা থাকেন ভারতের জলপাইগুড়ি সদর ব্লকের দোডালিয়া পাতকাটা এলাকায়।
তাঁর মনের মানুষটির বাস বাংলাদেশের পঞ্চগড়। বছর দুই আগে মোবাইলে মিসড কলের মাধ্যমে পরিচয় হয় সুমিত্রা ও অন্তর সিংহের। তারপর থেকেই তাদের কথা চলত নিয়মিত। আস্তে আস্তে প্রেমের সম্পর্ক। কিন্তু, সৎ মায়ের অত্যাচারে একদিন সব কিছু ছেড়ে চলে আসেন ভারতে। তার পরে, পশ্চিমবঙ্গের নানা জায়গায় রাজমিস্ত্রির কাজ করেই চলত তাঁর দিন।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
সেখানে তার প্রেমিক সুমিত্রার বাড়ি। মাঝে মাঝেই গিয়ে প্রেমিকার সাথে দেখা করতেন তিনি। এর পরে সেখানেই থাকতে শুরু করেন, কারণ তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন।
গোলবাধে সেখানেই। অচেনা যুবককে নিয়ে এলাকায় খানিক চর্চাও শুরু হয়। শেষে, পুলিশে খবর দেয় সেখানকার পঞ্চায়েত। পুলিশ এসে অন্তরকে তুলে নিয়ে যায়।
থানা সূত্রের খবর, অন্তর সিংহকে আদালতে তোলা হবে। ধরা পড়ার পর কি বলছেন সুমিত্রা? সুমিত্রা বলেন, তিনি এখন তার বাংলাদেশী এই প্রেমিককে বিয়ে করবেন না। কিন্তু কেন বিয়ে করবেন না তার কোন উত্তর দিতে পারেন নি তিনি।
এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

আবুধাবিতে স্বদেশির ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

৩০০ কোটি টাকা ব্যয়ে আইফেল টাওয়ারে বুলেটপ্রুফ বেষ্টনী

কাশ্মীরে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ছেনা : রাজনাথ সিং
