সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

নির্দিষ্ট সময়ে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ার?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভোররাতে থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারা দেশে। তবে সকাল ১১টার পর ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি।

তাই এখন পর্যন্ত রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি নিয়ে দুশ্চিন্তা নেই। সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়ই অর্থাৎ সন্ধ্যা ৬টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

 

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে থাকলেও কোয়ালিফায়ার এবং এলিমিনের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। আজ যদি বৃষ্টিতে ম্যাচ ভেসে যেত, কিংবা ম্যাচের আগমুহূর্তে যদি আবারও বৃষ্টি নামে তবে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাবে। যেহেতু রিজার্ভ ডে নেই, তাই ‘মোস্ট উইন’ এর হিসেবে কপাল পুড়বে রংপুর রাইডার্সের।

 

লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৯টি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৬টি জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্স। যদি দুই দলের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে ‘মোস্ট উইন’ (বেশি সংখ্যক ম্যাচ জয়) এর ভিত্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ানস চলে যাবে ফাইনালে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?