সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন ॥ নিহত ১

নারায়ণগঞ্জে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি শাখা আগুনে ভষ্মীভূত হয়েছে; মৃত্যু হয়েছে এক নিরাপত্তাকর্মীর। আজ রবিবার সকালে শহরের টানবাজার এলাকায় এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ফায়ার সাভিসের এক কর্মী।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে টানবাজারের বিপণি বিতান ‘পদ্মা সিটি প্লাজা-১’ এর তৃতীয় তলায় ইউসিবির নারায়ণগঞ্জ শাখায় আগুনের সূত্রপাত্র হয়।

ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মামুনুর রশিদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ব্যাংকের ভেতরে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে অন্য কোনো ফ্ল্যাটে আগুন ছড়াতে না পারায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরুল আবছার জানান, আগুনে ব্যাংকের সব আসবাবপত্র, কম্পিউটার ও বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে ভল্ট অক্ষত রয়েছে।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মালিকানাধীন ১০ তলা ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিপণি বিতান। তৃতীয় তলায় ইউসিবির পাশাপাশি কৃষি ব্যাংকের শাখা রয়েছে। আর উপরের ফ্লোরগুলোতে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ও আবাসিক ফ্ল্যাট।

স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরের দিকে হৈচৈ শুনে তিনি বাইরে এসে পদ্মা সিটি প্লাজার তৃতীয় তলায় আগুনের শিখা দেখেন। অল্প সময়ের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এ পরিস্থিতিতে ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আশ্রয়ের আশায় ছাদে উঠে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ছাদে আটকা পড়া ৩৫ জনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাংকের মূল ফটকের তালা কেটে ভেতর থেকে সেলিম মিয়া নামে ৪৩ বছর বয়সী এক নিরাপত্তাকর্মীর পোড়া লাশ উদ্ধার করেন।

আর আগুন নেভানোর সময় ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (৩৫) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?