ভারতের সামনে শীর্ষে ওঠার হাতছানি
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুরর্ণ সুযোগ ভারতের সামনে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে চূড়ায় উঠতে পারবে বিরাট ভারতীয় ক্রিকেট দল।
আপাতত ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষে রয়েছে। দুই নম্বরে থাকা ভারতের পয়েন্ট ১২০। রোববার ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে জিতলেই শীর্ষে উঠতে পারবে ভারত।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
ধর্মশালায় শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারতের রেটিং পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকার সমান ১২১। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে শীর্ষে জায়গা করে নেবে টিম ইন্ডিয়া। তবে শীর্ষস্থান ধরে রাখতে হবে হলে মোহালি এবং বিশাখাপত্তমে সিরিজের শেষ দুটি ম্যাচেও জিততে হবে ভারতকে।
তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও লাভ হবে না ভারতের। এক পয়েন্ট পিছিয়ে দুই নম্বরেই থাকবে টিম ইন্ডিয়া। এর আগে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত।
৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ের আট নম্বরে রয়েছে। এদিকে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও কোনো পয়েন্ট কমবে না লঙ্কানদের। তবে ৩-০ ব্যবধানে ভারতকে হারাতে পারলে রেটিং পয়েন্ট বেড়ে ৮৭-তে উন্নীত হবে। অবশ্য তারপরও বাংলাদেশের (৯২ পয়েন্ট) পিছিয়ে থেকে আট নম্বরেই থাকতে হবে শ্রীলঙ্কাকে।
এ জাতীয় আরও খবর

ফেবারিটদের কী হলো?

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড

এ কেমন আচরণ ম্যারাডোনার!
