এভ্রিলের ‘রূপালি আঁচল
জান্নাতুল নাঈম এভ্রিল দেশের হাইস্পিড ‘লেডি বাইক রাইডার’ হিসেবে পরিচিত। মোটরসাইকেলপ্রেমীদের অনেকের কাছেই তিনি আইডল! তবে এখন তিনি সারাদেশে পরিচিত বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতায় নাম লিখিয়ে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার বিজয় মুকুট মাথায় উঠলেও ‘বাল্যবিয়ে’র অভিযোগে সেটি নামিয়ে নিতে হলো তাকে।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
এরপর প্রায় চুপ হয়ে যান এভ্রিল। তবে সেই বিতর্ক শেষে ৭ ডিসেম্বর রাতে এভ্রিলকে খুঁজে পাওয়া গেছে অন্তর্জালে। যেখানে চেনা এভ্রিলকে একেবারে নতুন আবহে আবিস্কার করা গেছে। বিশ্বসুন্দরী মঞ্চের এভ্রিল কিংবা বাইকার এভ্রিল- কেউ নেই সেখানে, বরং গ্রামের এক প্রাণচঞ্চল তরুণীকে পাওয়া গেছে ‘রূপালি আঁচল’ নামের এই মিউজিক্যাল চলচ্চিত্রে।
কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া রূপালি আঁচল গানটিকে সূত্র ধরে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। অন্যদিকে এতে মডেল হিসেবে এভ্রিলের সঙ্গে জুটি বেঁধেছেন রকিব। এটি প্রকাশ হয়েছে সিএমভির ব্যানারে।
এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

শাকিব খানের নায়িকা হবার প্রস্তাব এসেছে বলো শোনা যায়? প্রশ্নের জবাবে যা বললেন দিঘি…
