‘বিশ্বশান্তির পক্ষে ইসলাম ধর্ম বড়ই বিপজ্জনক’
আন্তর্জাতিক ডেস্ক : যত নষ্টের গোড়া ইসলাম ধর্মই। ওই ধর্মের মূলোচ্ছেদ না হলে বিশ্বে সন্ত্রাসবাদকে শেষ করা যাবে না। কোনো হিন্দু ধর্মগুরু নন। কথাটা বলেছেন ভারতের কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনন্ত কুমার।
তাকে প্রকাশ্যে বলতে দেখা গেছে, পৃথিবীতে যতদিন ইসলাম ধর্ম থাকবে, থাকবে সন্ত্রাসবাদও। ইসলাম ধর্মের মূলোচ্ছেদ না করা গেলে সন্ত্রাসবাদকে উৎপাটন করা যাবে না। কথাগুলো যে মুখ ফসকে বেরিয়ে যায়নি কর্নাটকের বিজেপি নেতা অনন্তকুমারের, তাও স্পষ্ট ভিডিও ফুটেজে।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন, সুযোগ পেলে আমি যা বলছি, ঠিক সেটাই লিখুক মিডিয়া। যা বলছি, ঠিক সেটাই দেখানো হোক টেলিভিশনে। বিশ্বশান্তির পক্ষে ইসলাম ধর্ম বড়ই বিপজ্জনক। একটা বোমা। ইসলাম ধর্ম থাকলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।
গত বছরের ওই ভিডিওটি তার টুইটারে অভিনেতা প্রকাশ রাজ শেয়ার করার পরপরই সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এনডিটিভি।
https://www.ndtv.com/video/news/news/can-t-end-terror-till-we-uproot-islam-said-minister-old-video-surfaces-474057