স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
আগামীকাল রোববার রাত ৯টায় গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। ।
বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।