নববধূর সাজে দেখতে অধীর অাগ্রহ ভক্তদের
বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বিয়ের দিনক্ষণ ফাঁস হওয়ার পর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ব্রাইডাল লুক নিয়ে কৌতূহল দেখা দিয়েছে দর্শক ও ভক্তদের মধ্যে। কেমনই হবে এই হবু দম্পতির বিয়ের সাজ।
এ নিয়ে আগ্রহ আর উত্তেজনা বেড়েই চলেছে। বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি আনুশকা ব্রাইডাল গাউন ডিজাইন করছেন বলে শোনা যাচ্ছে।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
জি-নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতেই ইতালির মিলানের উদ্দেশে সপরিবারে রওনা দিয়েছেন আনুশকা শর্মা। মুম্বাই বিমানবন্দরের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই আগাম শুভেচ্ছা বার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়া। আনুশকার ফ্যানদের মাথায় বারবার আসছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে বলি নায়িকার ব্রাইডাল লুক।
করণ জোহরের ছবিতে আনুশকা ব্রাইডাল লুক ছবি রিলিজের আগে থেকেই জোর আলোচনা চলছিল। এবার তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ওই লুকেই অনুশকাকে কল্পনা করতে শুরু করেছে নেটিজেনরা।
এর আগে ‘রব নে বানাদি জোড়ি’ ও ‘ফিল্লৌরি’-ছবিতেও নববধূর বেশে দেখা গিয়েছিল অনুশকাকে। আর এবার বাস্তবে নববধূর সাজে দেখতে অধীর আগ্রহ ভক্তদের।