সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

৮০০ ছক্কার মালিক গেইল

স্পোর্টস ডেস্ক : বাইশ গজে গেইল ঝড় অব্যাহত। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ক্রিস গেইল। রংপুর রাইডার্সের হয়ে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’৷

১৪ ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে গেইলের ১২৬ রানের অপরাজিত ইনিংসে খুলনা টাইটানসকে বড় ব্যবধানে হারাল রংপুর। সেই সঙ্গে টি-২০ ফর্মমেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৮০০ ছক্কার মালিক হলেন জ্যামাইকান বিগ হিটার। এদিনের সেঞ্চুরির ফলে টি-২০ ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির মালিকও হলেন গেইল।

শুধু তাই নয়, আরও রেকর্ড গড়ল গেইলের ব্যাট। ২০১১ থেকে টি-২০ ফর্মমেটে প্রতি বছর সেঞ্চুরি করার নজির গড়লেন প্রাক্তন এই ক্যারিবিয়ান অধিনায়ক।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

ধামাকাধার ইনিংসের পর গেইল বলেন, ‘দারুণ ফ্রেশ লাগছে। জিততে পেরে খুশি। এই ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ঢাকার পিচ দারুণ ছিল।


ম্যাচ জয়ের পর রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বলেন, ‘সে (গেইল) এ ফরম্যাটের রাজা। তাকে থামানো কঠিন। ‘

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ১৬৭ রান তাড়া করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও মিঠুন ও গেইলের ১৪৬ রানের পার্টনারশিপে সহজেই ম্যাচ জিতে নেয় মাশরাফি বাহিনী।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ফেবারিটদের কী হলো?

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড

এ কেমন আচরণ ম্যারাডোনার!

প্রথমার্ধে কুতিনহোর দুর্দান্ত গোলের পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সুইজারল্যান্ডের গোল, খেলাটি লাইভ দেখুন

ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের খেলাটি সরাসরি দেখুন…