সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

শুক্রবার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দেবে বিএনপি

news-image

বিএনপি, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ প্রতিক্রিয়া জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান একথা জানিয়েছেন।

তারা বলেন, ‘বৃহস্পতিবার গণভবনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সেখানে মহাসচিব দলের বক্তব্য তুলে ধরবেন।’

এর আগে বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কম্বোডিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি বলেন, ‘বিএনপিকে নাকে খত দিয়ে আগামী নির্বাচনে আসতে হবে।’ এছাড়া খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নাকে খত দিয়ে নির্বাচন করার প্রশ্নই আসে না। নির্বাচনে যাওয়া না যাওয়া একটি রাজনৈতিক দলের অধিকার, এটি কারো পৈত্রিক সম্পত্তি নয়।’

 

পরিবর্তন ডটকম

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আমরা জয়ী হবো, জনগণ আমাদের সঙ্গে আছে: খসরু

মওদুদ নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন : কাদের

খালেদার কারাকক্ষে তেলাপোকা, ছারপোকা ও বিছা!

অবরুদ্ধ শেষে ঢাকায় ফিরছেন মওদুদ

বিএনপির কোনো দাবি বাস্তব সম্মত নয় : তোফায়েল আহমেদ

৩ সিটি নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি