সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ায় প্রথম ‘ফাইভ-জি’ আনলো পাকিস্তান

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) বার্ষিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইভ-জি ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা দিয়েছে।

ট্রিবিউন রিপোর্ট অনুযায়ী, দ্রুত ডিজিটালায়নের দেশ হিসেবে পাকিস্তান ফাইভ-জি চালু করার দিক দিয়ে প্রতিবেশী দেশ ভারতকেও পরাজিত করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ভারত অনেক দিন ধরেই ফাইভ-জি চালু করার জন্য চেষ্টা চালাচ্ছিল। পাকিস্তান ২০২২ সালের মধ্যে ব্যাপকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করার পরিকল্পনা করছে।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

২০১৭ সালের বার্ষিক রিপোর্টে পাকিস্তান বলেছে, দক্ষিণ এশিয়ায় তারাই প্রথম প্রস্তুতি হিসেবে ফাইভ-জি সেলুলার সংযোগ পরীক্ষা শুরু করেছে। পিটিএর গণনায় বর্তমান পাকিস্তানে ইতিমধ্যে ৮৭ শতাংশের বেশি লোক ইন্টারনেট ব্যবহার করছে। যার মধ্যে ৭০ শতাংশ থ্রি-জি ও ৩০ শতাংশ ফোর-জি সেবা পাচ্ছে।

সংবাদ প্রতিবেদনের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভা কয়েক মাস আগে পাকিস্তানের সেলুলার কোম্পানিগুলির ফাইভ-জি প্রযুক্তি পরীক্ষা করার অনুমতি দিয়েছিল। পাকিস্তান ইতোমধ্যেই বিভিন্ন ল্যাব ও পরীক্ষাগারে ফাইভ-জি সেবা নিয়ে পরীক্ষা পরিচালনা করছে। ইন্টারনেট, ব্রডব্যান্ড সেবা দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। চাহিদা অনুপাতে পাকিস্তানে ব্যান্ডউইথ সেবা নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে। পিটিএর প্রতিবেদনে আরো বলা হয়, অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপকভাবে জনসাধারণকে ফাইভ-জি সেবা প্রদান করা হবে। আল-আরাবিয়া

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ঈদের আনন্দ এখন একটু কম, সবাইকে শুধু দিতেই হয়: চম্পা

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?