নাশকতার মামলায় সাবেক ফুটবলার আমিনুল কারাগারে
সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, শাহবাগ থানার পুলিশ আজ সাবেক ফুটবলার আমিনুল হককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নাশকতার মামলায় হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ ডিসেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
গতকাল মঙ্গলবার হাইকোর্ট এলাকার সামনে থেকে আমিনুলকে আটক করে পুলিশ। পরে তাঁকে শাহবাগ থানায় নেওয়া হয়।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাফর আলী জানান, হাইকোর্টের ফটক থেকে দোয়েল চত্বর পর্যন্ত যাওয়া সড়ক থেকে আমিনুলকে আটক করা হয়।
দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন আমিনুল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন তিনি দুর্দান্ত খেলেছেন। ২০১০ সালের দিকে ফুটবলকে বিদায় জানান আমিনুল।
অবসরের পর আমিনুল বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। সর্বশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তিনি ক্রীড়াবিষয়ক সম্পাদক হন।