আগুয়েরোর গোলে আর্জেন্টিনার জয়
---
স্পোর্টস ডেস্ক : রাশিয়ার বিপক্ষে ম্যাচের শেষদিকে সের্হিও আগুয়েরোর গোলে জয় লাভ করেছে আর্জেন্টিনা। যদিও ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময়ই বল নিজেদের দখলে রেখেছিল আগুয়েরোরা। কিন্তু একের পর এক আক্রমণ করলে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না তারা।
শেষ পর্যন্ত ২০১৮ সালে রাশিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্ব ম্যাচের শুরুতে শনিবার মস্কোয় স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের ২১ মিনিটে আর্জেন্টিনা একবার গোল দেওয়ার সুযোগ পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি আগুয়েরো। এরপর ৩৬ মিনিটে মেসির দারুণ চিপ শট ডি-বক্সে ফাঁকায় পেয়েছিলেন দি মারিয়া। কিন্তু এক্ষেত্রে তিনিও ব্যর্থ হন। সবমিলিয়ে বিরতির আগে আরও কয়েককি সুযোগ পেলেও কোনো জয়ের আনন্দ ছাড়াই মাঠ ছাড়েন তারা।
বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মিডফিল্ডার দিনিস গুশাকোভ জোরে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে আর্জেন্টিনা কিছু স্বস্তি পায়।
ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে অর্থাৎ ৮৬ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মেসি বল এগিয়ে দিলে দি মারিয়ার ক্রসে আগুয়েরোর নেওয়া শট ঠেকিয়ে দিয়েছিলেন এক ডিফেন্ডার। কিন্তু ভাগ্য ভালো হলে যা হয়, ঠিক তখনই ফিরতি হেডে গোল পান তিনি।