স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন আজ
---
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমার যাচ্ছেন। আজ সোমবার দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
সফরকালে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ছাড়াও প্রতিবেশী দেশটির সরকারের সঙ্গে নানা ইস্যুতে আলোচনা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, আইজিপি এ কে এম শহীদুল হক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্টগার্ডের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একজন পরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিধি দলটি ২৫ অক্টোবর দেশে ফিরবে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সমকালকে বলেন, মন্ত্রীর এই সফরে সীমান্তে নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধি দল সফরে যাচ্ছে। সফরকালে আলোচনার মাধ্যমে সব অমীমাংসিত বিষয় সমাধান করতে চাই এবং আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পাবে।