ফাঁস হওয়া প্রশ্নপত্রে নেওয়া ভর্তি পরীক্ষারই ফল প্রকাশ হচ্ছে
---
ফাঁস হওয়া প্রশ্নপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হলেও তা বাতিল করেনি কর্তৃপক্ষ। বরং তাড়াহুড়ো করে ফল প্রকাশ করতে যাচ্ছে ঢাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,রবিবার (২২ অক্টোবর) দুপুর দেড়টায় ফল প্রকাশ করা হবে।
২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ১৩ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়, ফল প্রকাশিত হয় ১৮ অক্টোবর, খ ইউনিটের পরীক্ষা ২২ সেপ্টেম্বর হয় এবং ফল প্রকাশ ২৫ সেপ্টেম্বর। আর গ ইউনিটের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর হয়, ফল প্রকাশ হয় ১৮ সেপ্টেম্বর।
সবচেয়ে বেশি পরীক্ষার্থী ‘ঘ’ ইউনিটে অংশ নিলেও অন্যবারের তুলনায় অনেকটা তাড়াহুড়ো করেই এবার ফল প্রকাশ করা হচ্ছে। ২০ অক্টোবর শুক্রবার পরীক্ষা হওয়ার আট ঘণ্টা আগে অর্থাৎ রাত ২টার দিকে প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ পাওয়া যায়। যদিও ঢাবি কর্তৃপক্ষ বলেছে, প্রশ্নপত্র ফাঁসের কোনও ঘটনা ঘটেনি।