g পাকিস্তানকে ‘না’ করেন শ্রীলঙ্কার ৪০ ক্রিকেটার! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২৫শে অক্টোবর, ২০১৭ ইং ১০ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

পাকিস্তানকে ‘না’ করেন শ্রীলঙ্কার ৪০ ক্রিকেটার!

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২২, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি আগামী ২৯ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে থিসারা পেরেরাকে অধিনায়ক করে টি২০ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

জানা গেছে, পাকিস্তানে যেতে অসম্মতি জানান প্রায় ৪০ জন ক্রিকেটার।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক গ্রায়েম লেব্রয়ই এ অসম্মতি জানানোর সুযোগ দেন। তিনি জানিয়েছিলেন, যাদের পাকিস্তান যেতে আপত্তি নেই তাদের নিয়েই গঠিত হবে দল।

যারা অসম্মতি জানিয়েছেন তাদের মধ্যে আছেন অধিনায়ক উপুল থারাঙ্গা, ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা, নিরোশান ডিকভেলা, সুরাঙ্গা লাকমল, আকিলা ধনঞ্জয়া, চামারা কাপুগেদারাও।

২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা দলের ওপর হামলা চালানো হয়। এতে আটজন নিহত হন, আহত হন আরও আট জন। সেই হামলার জের ধরে গত আট বছর কোনো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউ জিল্যান্ডসহ কোনো বড় ক্রিকেট দলই পাকিস্তান সফরে সম্মত হয়নি।

শ্রীলঙ্কার টি-২০ দল: থিসারা পেরেরা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আশান প্রিয়াঞ্জন, মাহেলা উদাওয়াত্তে, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, সাচিথ পাথিরানা, ভিকুম সঞ্জয়া, লাহিরু গামাগে, সিকুগে প্রসন্ন, বিশ্ব ফারনান্দো, ইসুরু উদানা, জেফ্রি ভ্যান্ডারসে, চতুরঙ্গা ডি সিলভা।