g টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৬, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক :শুরুতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা আনতে একটু পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তামিম, মিরাজ, তাসকিন ও শফিউল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি।

প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে নাকানিচুবানি খায় টাইগাররা। চতুর্থ ইনিংসে স্বাগতিকদের দেয়া ৪২৪ রানের জবাবে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এতে ৩৩৩ রানের বিশাল ব্যবধানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে মুশফিক বাহিনী।

তামিমের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে খেলার দরজা খুলে গেছে সৌম্য সরকারের। ইমরুল কায়েসের সঙ্গে ওপেন করতে নামবেন তিনি। তাসকিনের পরিবর্তে রুবেল এবং শফিউলের পরিবর্তে শুভাশিস দলে জায়গা পেয়েছেন । আর মিরাজের পরিবর্তে দলে এসেছেন তাইজুল।

বাংলাদেশ টেস্ট একাদশ : সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজ রহমান, শুবাসিষ রায়।

দক্ষিণ আফ্রিকার টেস্টের দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, , ডুয়ান্নে অলিভিয়ের, ওয়েন পারনেল, অ্যান্ডাইল ফেহলুকবায়ো, কাগিসো রাবাদা।