কাবিনের ছবি বের হওয়ার পরও বলে আমি ভার্জিন
AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৫, ২০১৭

---
বিনোদন প্রতিবেদক : যা দেখলাম গ্রামের মেয়ে গুলাই বেশি স্মার্ট। আগে দুই-তিনটা বিয়ে করে কী সুন্দর মুখের উপর বলে দেয় আমি বিয়ে করি নাই।
কাবিন, ভিডিও, ছবি থাকার পরও একবার মনে হয় না, সব কিছু সবাই জেনে যাবে একদিন। জেনে যাওয়ার পরও দেখি খুব আত্মবিশ্বাস নিয়ে বলে আসে এসব মিথ্যা!
অনেক হাসি পেল। অবশ্য এদের দোষ দিয়ে লাভ কী? আমাদের দেশের নায়িকারাই তো এদের আইডল। বিয়ের ছবি, বাসরের ছবি, চুমু দিয়ে জড়িয়ে ধরার ছবি, কাবিনের ছবি বের হওয়ার পরও বলে আমি ভার্জিন।
এমনকি নামও জরিনা থেকে হয়ে যায় জ্যাকলিন। বোরকা থেকে বিকিনি। আমারাই দেখি অনেক পিছিয়ে আছি। একটা বিয়ে করারও দুর্ভাগ্য হলো না। নাম বদলে ফেলা তো অনেক দূরের কথা।
(ফারিয়া শাহরিনের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

এক ঘণ্টা দড়ির সঙ্গে ঝুলেছিলেন শিল্পা শেঠি
সেই বাল্যবিবাহকে আমি মানতে পারিনি : এভ্রিল

আমি চাই না আবারও কোনো আত্মহত্যার ঘটনা ঘটুক : অপু বিশ্বাস

নিউ ইয়র্কের পূজা মণ্ডপে বান্ধবীসহ রাতভর অভিনেত্রী মোনালিসা
