g জাতীয় ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান ফখরুলের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১লা অক্টোবর, ২০১৭ ইং ১৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

জাতীয় ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান ফখরুলের

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৮, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রের সব শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মিয়ানমার অত্যাচার-নিপীড়ন চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে এখন সবচেয়ে বড় দরকার জাতীয় ঐক্য। কিন্তু আওয়ামী লীগ ও সরকার বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিবের মতে, রাষ্ট্রের সব শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। এসময় রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।