এশিয়ায় সবচেয়ে হতাশার শহর ঢাকা
---
নিজস্ব প্রতিবেদক : এশিয়ায় সবচেয়ে হতাশার শহর হলো রাজধানী ঢাকা। আর সবচেয়ে কম হতাশার শহর সিঙ্গাপুর, তাইপে, ওকাকা।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান জিপজেট ২০১৭ সালে এশিয়ার বিভিন্ন শহরের ওপর ডাটা সংগ্রহ করে এমনটায় জানিয়েছে।
তালিকা তৈরিতে বায়ু দূষণ, ট্রাফিক জ্যাম, লিঙ্গগত সমতা, বেকারত্ব, মানসিক স্বাস্থ্য, নাগরিকদের আর্থিক অবস্থা, একটি শহর কি পরিমাণ সূর্যালোক পায় সেই সব বিষয়গুলো মাপকাঠি হিসেবে দেখানো হয়েছে।
বিশ্বের মোট ১৫০টি দেশের ওপর এই জরিপ চালানো হয়েছে। যেখানে নিচের দিকে ক্রমে ১৪৪ অবস্থানে থাকা বাংলাদেশ বিশ্বের হতাশার শহরের তালিকায় সপ্তম। আর এশিয়ায় শীর্ষে। কারণ হিসেবে প্রচণ্ড বেশি ঘনবসতি, ভয়াবহ ট্রাফিক জ্যাম ও মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের নাজুক সূচককে উল্লেখ করা হয়েছে।
আলোক দূষণ, মাথাপিছু ঋণ, সামাজিক নিরাপত্তার বিচারে করাচি রয়েছে এই তালিকার ১৪৩ নম্বরে। এর পরের অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী নয়া দিল্লি।