‘সাবলীল অভিনয়ই সালমানের আসল গুণ’
---
বিনোদন প্রতিবেদক : সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। এরপর মাত্র তিন বছরে দর্শক তাঁর ২৭টি চলচ্চিত্র দেখতে পেয়েছেন। তাঁর প্রতিটি ছবিই ছিল ব্যাপক জনপ্রিয়।
সালমান শাহর আজ ২১তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে কথা বলেছেন সোহানুর রহমান সোহান। সালমান শাহ কেন এত জনপ্রিয় হয়েছেন জানতে চাইলে সোহানুর রহমান সোহান বলেন, ‘কাজের প্রতি ভালোবাসাই সালমান শাহকে জনপ্রিয় করেছে। সে ছবির গল্পের চরিত্র নিয়ে বোঝার চেষ্টা করত। বাস্তবে সালমান শাহ বড় লোকের আদরের সন্তান ছিল। কিন্তু অভিনয় করার সময় সেটা ভুলে গিয়ে ছবির চরিত্রের মতো নিজেকে উপস্থাপন করত সে। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে পোশাক, চালচলন ও কথা বলার ভঙ্গি তার চমৎকার ছিল। যা দেখে দর্শক কখনো মনে করেনি যে সে অভিনয় করছে। যে কারণে দর্শক গল্পের সাথে মিশে যেত। আমি মনে করি, সাবলীল অভিনয় করতে জানাটাই সালমান শাহর আসল গুণ।’
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে সালমান শাহকে নেওয়ার প্রসঙ্গ নিয়ে সোহান বলেন, ‘আমি যখন ছবিটির জন্য একজন নায়ক খুঁজছিলাম, তখন আমাকে একজন সালমানের ছবি দেখান। ছবি দেখেই সালমানকে আমার পছন্দ হয়। এরপর একদিন তার সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে যাই। সেদিন রেস্টুরেন্টে আমি আগে পৌঁছাই এবং তার জন্য অপেক্ষা করি। হঠাৎ করেই সিসি ক্যামেরায় তাকাতেই দেখি, একটা ছেলে রেস্টুরেন্টে ঢুকছে। তাকে দেখে কথা বলার জন্য আমি উঠে দাঁড়ালাম। মনে মনে চিন্তা করলাম এই ছেলেটিকে দিয়ে আমার চলবে। এরই মধ্যে ছেলেটি আমার টেবিলের সামনে এসে দাঁড়াল। তখন জানলাম এই ছেলেটিই, যাকে আমি দেখতে এসেছি। প্রথম দেখাতেই সালমান শাহকে আমার হিরো মনে হয়েছিল।’
সালমান শাহর সঙ্গে শুটিংয়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘প্রথম দিনের প্রথম শটটি এক টেকে ওকে হয়েছিল। শুটিংয়ে অনেক কিছুই তাকে দেখিয়ে দিতে হয়নি। কারণ আমি যে ছবি থেকে এই ছবিটি রিমেক করেছিলাম সেই ছবিটি সে বারবার দেখেছে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করেছে। আমি তাঁর অভিনয় দেখে অবাক হয়েছিলাম আর মনে মনে বলেছিলাম, নতুন একটা ছেলে এত ভালো কেমন করে করে!’
সালমান শাহর ফ্যাশন নিয়ে সোহান বলেন, ‘সালমান শাহ আপাদমস্তক একজন আধুনিক মানুষ ছিল। সে যখন যে গেটআপে নিজেকে দাঁড় করাত, তা-ই ভালো লাগত। কারণ তার সেই গেটআপে পূর্ণতা থাকত। সেই গেটআপটা বহন করতে পারত, যে কারণে কখনো তাকে বেমানান মনে হয়নি।’
এখন কেন কোনো নায়ক সালমানের পর্যায়ে যেতে পারছে না জানতে চাইলে সোহান বলেন, ‘এটা আল্লাহ প্রদত্ত, যুগে যুগে সালমান শাহর মতো শিল্পীর জন্ম হয়। আমরা কিছু দিন আগে নায়করাজ রাজ্জাক সাহেবকে হারিয়েছি। ওনার মতো একজন শিল্পীকে কি আমরা পেয়েছি? নায়ক মান্না কি দ্বিতীয়বার এসেছে? বর্তমানে শাকিব খানের পর্যায়ে কি কেউ যেতে পারছে? আসলে অভিনয় করার যে গুণ সেটা আল্লাহ প্রদত্ত। তারপর চেষ্টা এবং একাগ্রতা দিয়ে শিল্পী তার চরিত্রকে ফুটিয়ে তুলতে পারে। ’
নতুন শিল্পীদের নিয়ে সোহান আরো বলেন, ‘নতুন অনেক শিল্পীই কাজ করছেন, যারা কাজের প্রতি সিরিয়াস না। এখন পর্যন্ত যারা নিজের অবস্থান তৈরি করেছে তারা নিজের কাজ দিয়েই তা প্রমাণ করেছে। আমি মনে করি, আল্লাহ কাকে কোন যোগ্যতা দিয়েছেন সেটা জানার জন্যও তাকে চেষ্টা করতে হবে। নিজেকে নায়ক নয় শিল্পী চিন্তা করে এবং গল্পের চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টাটা করতে হবে। তা হলেই আমার মনে হয়, একজন শিল্পী জানতে পারবে আল্লাহ তাকে কতটা অভিনয়গুণ দিয়েছেন। আর দর্শকপ্রিয় হতে নিজের প্রচারণা করে লাভ নেই, কাজই পারে একজনকে জনপ্রিয় শিল্পী হওয়ার মতো সম্মান দিতে। ’