g সম্পর্কের স্থায়িত্বকাল নির্ধারণ করে ‘লাভ হরমোন’! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৯ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৫শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

সম্পর্কের স্থায়িত্বকাল নির্ধারণ করে ‘লাভ হরমোন’!

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৫, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পেয়েছেন যে, আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন নামের এক ধরনের হরমোন আছে যা আমাদের সম্পর্কের স্থায়িত্বকাল নির্ধারণ করে দেয়। এই হরমোনকে ভালোবাসার হরমোন বা লাভ হরমোন বলা হয়।

গবেষকরা দীর্ঘদিন ধরে ঘর-সংসার করছেন এমন দম্পতি এবং সম্প্রতি বিচ্ছেদ ঘটিয়েছেন এমন দম্পতিদের মধ্যে অক্সিটোসিন হরমোর নিঃসরণের মাত্রা তুলনা করে এই সিদ্ধান্তে এসেছেন।

গবেষকরা প্রথমে এমন একদল যুগলকে পরীক্ষা করে দেখেছেন যারা সবে মাত্র প্রেম করা শুরু করেছেন। এরপর তাদেরকে ৬-৮ মাস পর পুনরায় ডেকে পাঠিয়েছেন। ছয়মাস পরে পরীক্ষা করে দেখা গেছে যাদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বেশি হয়েছে তারা অনেক সুখে ছিলেন। কিন্তু যাদের মধ্যে এই হরমোনের নিঃসরণ কম হয়েছে তাদের সম্পর্ক প্রায় ভেঙ্গে যাওয়ার পথে রয়েছে।

তাই আমাদেরকেও সম্পর্কের স্থায়ীত্ব বাড়ানোর জন্য আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসরণ বাড়ানোর পদ্ধতি খুঁজে বের করতে হবে। সঙ্গী বা সঙ্গীনির সাথে ঘনিষ্ঠতা বাড়ানো এবং একসঙ্গে ভালো সময় কাটানোর মাধ্যমে মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসরণের মাত্রা বাড়ানো যেতে পারে বলে মনে করছেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর