g কাদের সিদ্দিকী হাসপাতালে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

কাদের সিদ্দিকী হাসপাতালে

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৩, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শনিবার বিকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডক্টরস কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তার জ্বর আসে।

নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেয়ার পরও অবস্থার উন্নতি না হলে ঈদের দিন বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসক।

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল জানান, শনিবার বিকালে কাদের সিদ্দিকীর শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মোফাজ্জল হোসেন তুষার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ্ আল মুতি, ডা. রাশেদুল হাসান ও ডা. তাপস কান্তি ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হবে বলেও জানান সোহেল।

কাদের সিদ্দিকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আবদুল্লাহ্ আল মুতি ও কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডা. মোফাজ্জল হোসেন তুষার।