ব্রাহ্মণবাড়িয়ায় হাতিম ফার্ণিচারের শোরুম উদ্বোধন
---
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হাতিম ফার্ণিচারের শো-রুম উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা বাইপাস রোডে ব্রীজ সংলগ্ন“টেকনিক থাই এন্ড ফার্ণিচার” ডিলারশীপে হাতিম ফার্ণিচারের শুভ উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, এফবিসিসিআইয়ের পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব এড. লোকমান হোসেন,সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি এম সাইদুজ্জামান আরিফ, পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবন প্রমুখ।
গত শনিবার টেকনিক থাই এন্ড ফার্নিচারের পরিচালক মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাতিম গ্রুপের সিনিয়র ম্যানেজার (ফার্ণিচার) মোঃ তুহিন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমীন শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারায় এগিয়ে গেছে, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ থাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে চাঁদাবাজ সন্ত্রাস মাদকমুক্ত রাখতে পুলিশ সবসময়ই কাজ করছে। ব্যবসা ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে তিনি সম্মিলিতভাবে ভ’মিকা রাখার আহবান জানান।