জাতীয় নির্বাচনে সব দল চাইলে সেনা মোতায়েন করা হবে : সিইসি
AmaderBrahmanbaria.COM
আগস্ট ২২, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : সব দল চাইলে জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো দাবি করলেও নির্বাচন কমিশন যদি মনে করে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, তা হলেই আগামী নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। ‘না’ ভোটের কথা বলেছেন অনেকেই। কিন্তু এটা আমরা সিদ্ধান্ত দিতে পারবো না। এটার আইন প্রণয়ন করবে সংসদ। তারা চাইলে এটা হবে।
তিনি আরো বলেন, আমরা সকল দলের অংশগহণে নির্বাচন চাই। আমরা নিশ্চয়তা দেব সু্ষ্ঠু অবাধ নির্বাচন হবে। অংশগ্রহণ মূলক নির্বাচন হবে। সব দল অংশগহণ করলে নির্বাচন সুষ্ঠু হবে এবং আশা করি সব দল নির্বাচনে অংশগহণ করবে।