g যুক্তরাষ্ট্রের ভুল হামলায় ১২ আফগান সৈন্য নিহত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৪শে জুলাই, ২০১৭ ইং ৯ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ভুল হামলায় ১২ আফগান সৈন্য নিহত

AmaderBrahmanbaria.COM
জুলাই ২২, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ আফগান সৈন্য নিহত হয়েছে। ভুল করে এ ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ ঘটনা ঘটে।

ওই হামলার ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলে, হেলমান্দ প্রদেশের গেরেশক জেলার একটি ভবনে বিমান হামলা চালানো হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার খবর আফগান সরকারকে জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মার্কিন বাহিনী তাদের হামলায় নিহত আফগান সৈন্যদের সংখ্যা উল্লেখ করেনি। তবে, হেলমান্দ পুলিশ প্রধান আব্দুল গফর সাফি আল-জাজিরাকে বলেন, মার্কিন বিমান হামলায় দুই কমান্ডারসহ ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরো অনেকে।

ওই এলাকায় জঙ্গি সংগঠন তালিবানের বিরুদ্ধে লড়িাই করছে আফগান সেনারা। তাদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে বর্তমানে ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া, ন্যাটো জোটের অন্য সদস্য দেশগুলোর প্রায় পাঁচ হাজার সেনা মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর