g বাঞ্ছারামপুরে সোবহানিয়া মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল শাহ রাহাত আলীর জয়জয়কার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩০শে জুলাই, ২০১৭ ইং ১৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে সোবহানিয়া মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল শাহ রাহাত আলীর জয়জয়কার

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৩, ২০১৭
news-image

---

বাঞ্ছারামপুর প্রতিনিধি : বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া মাদ্রাসায় পরীক্ষার্দের ব্যাপক সাফল্য/৪০ জনে ৩৮ জনই উত্তীর্ণ।অন্যান্য কলেজের ফলাফল বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রী কলেজ ৪৯ দশমিক ১৬,বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যালকক লেজ ৯২ দশকি ০৫,ড.রওশন আলম কলেজ ৮০%,দরিকান্দি তাজুল ইসলাম আদর্ কলেজ ৯৮ দশমিক ৪৮,রুপুসদী সুজন-দুরূ কলেজ ৯৫ দশমিক ১ এবং শাহ রাহাত আলী কলেজ হতে পাশ করেছে ৯৮ দশমিক ৪০।

এ বছর কুমিল্লা বোর্র পাশের হার ৪৯ দশমিক ৫২ হলেও বাঞ্এছারামপুরে পাশের হার দিক দিয়ে বহুগুন এরগিয়ে।
আমাদের সংবাদপত্র হতে সকল উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন।

বছর এইচএসসি পরীক্ষাতেও সব থেকে খারাপ ফল করেছে কুমিল্লা শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে এবার পাসের হার সব থেকে কম ৪৯.৫২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৭৮ জন শিক্ষার্থী।

এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৭২ জন। পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী। এছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজিতে ফেল করেছে ৩৮ শতাংশ।

২০১৬ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬৪.৪৯ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ফল কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ।

চলতি বছর এসএসসি পরীক্ষায়ও কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল সব থেকে খারাপ ছিল। এসএসসিতে এ বোর্ডে পাসের হার ছিল ৫৯.০৩ শতাংশ।

বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৭২.৭২ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩৮.৩১ ও বাণিজ্য বিভাগ থেকে ৪৯.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ জাতীয় আরও খবর