জ্যাকলিন নাচ শেখাবেন সালমানকে!
---
বিনোদন ডেস্ক : উঠান যত বাঁকাই হোক, সালমানের কাছাকাছি আসতে কে না চায়? আর সেটা যদি নাচ শেখানোর ছলে হয়, মন্দ কি? না, সত্যিসত্যি সালমানকে নাচ শেখানোর কিছু নেই, কারণ সালমান নাচে কম পারদর্শী নন। তারপরও জ্যাকলিন ফার্নান্দেজ তাঁকে নাচ শেখাবেন চলচ্চিত্রের স্বার্থে। বিষয়টি এখনো পরিষ্কার হলো না তো? মুম্বাই মিররের খবরটি বললেই পরিষ্কার হবে। সেখানে জানা যায়, রেমো ডি সুজার পরবর্তী চলচ্চিত্রে একজন বিপত্নীকের পাশাপাশি নয় বছর বয়সী মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন সালমান। আর সে ছবির কাহিনী অনুযায়ী সালমানকে নাচ শিখতে হবে জ্যাকলিনের কাছ থেকে।
জ্যাকলিন সম্পর্কে ছবির পরিচালক রেমো ডি সুজা বলেন, ‘আমাদের সেরা নৃত্যশিল্পীদের মধ্যে জ্যাকলিন একজন এবং সে এই চরিত্রের জন্য সঠিক নির্বাচন। আমরা এরইমধ্যে পর্দায় সালমান-জ্যাকলিন জুটিকে দেখেছি এবং তাঁদের একসঙ্গে পর্দায় দারুণ লাগে।’
ছবির শুটিং কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে রেমো বলেন, ‘সালমান এখন শুটিংয়ের কাজে মরক্কো রয়েছেন। মুম্বাইতে ফিরতে তাঁর দুই সপ্তাহের মতো লাগতে পারে। তারপর আমরা ডেট নিয়ে কথা বলব।’
এদিকে সালমানকে নাচ শেখানোর আগে নিজেকে ঝালাই করে নিচ্ছেন জ্যাকলিন। রাজ নিধিমরু এবং কৃষ্ণা ডিকের আসন্ন চলচ্চিত্র ‘আ জেন্টেলম্যানের’ জন্য পোল ড্যান্সিং শিখছেন এই অভিনেত্রী। রোকসোলানা চুবেনকোর নির্দেশনায় পোল ড্যান্সিং শিখতে শিখতে এটাকে শখে পরিণত করে ফেলেছেন ৩১ বছর বয়সী জ্যাকলিন। এ ব্যাপারে জ্যাকলিন জানান, ‘যখন থেকে মিয়ামিতে শুটিংয়ের সেট পড়ল তখন থেকেই আমরা চিন্তা করছিলাম ছবিতে গোটা মিয়ামি শহরটাকে যদি গানের মাধ্যমে আমার পোল ড্যান্সিং দিয়ে পরিচয় করিয়ে দেওয়া যায়, তাহলে দারুণ একটা কাজ হবে।’
তবে পোল ড্যান্সিং শিখতে যথেষ্ট ঘাম ঝড়াতে হচ্ছে জ্যাকলিনকে। তিনি বলেন, ‘পোল ড্যান্সিং হচ্ছে অলিম্পিকের সুপরিচিত একটি খেলা। এজন্য নিজেকে পোলের সঙ্গে আটকে রেখে নাচ পরিবেশন করার সামর্থ্য প্রয়োজন। এ নাচের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে পোল দিয়ে ওঠানামা করতে গিয়ে প্রচুর ব্যথা সহ্য করতে হয় এবং এই ব্যথাটা মানিয়ে নিতে অনেক সময় লাগে।’
‘আ জেন্টেলম্যান’ ছাড়াও জ্যাকলিনের হাতে রয়েছে আরো দুটি চলচ্চিত্র। ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও তাপসী পান্নুর সঙ্গে ‘জুড়ুয়া ২’ ছবিতে অভিনয় করছেন জ্যাকুলিন। এ ছাড়া সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘ড্রাইভ’ ছবিতে জ্যাকলিনের অভিনয় করার কথা রয়েছে।
নিজের আসন্ন চলচ্চিত্র সম্পর্কে জ্যাকলিন বলেন, ‘ধাওয়ানদের সঙ্গে (ডেভিড ও বরুণ) কাজ করাটা আনন্দের কারণ তাঁরা অসাধারণ মানুষ। অন্যদিকে ‘ড্রাইভ’ ছবিতে আমার চরিত্রটি খুব মজার এবং তরুণ মানসুখানি একজন তুখোড় পরিচালক।’
জ্যাকলিনের দুটি চলচ্চিত্র এবছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সালমান-জ্যাকলিন জুটিকে আবারও পর্দায় কবে দেখা যাবে তার সিদ্ধান্ত নেওয়া হবে সালমান মরক্কো থেকে ফিরলেই।