g বাংলাদেশের সীমানায় ইলিশ ধরছে ভারতীয় ট্রলার (ভিডিও) | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২০শে জুলাই, ২০১৭ ইং ৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশের সীমানায় ইলিশ ধরছে ভারতীয় ট্রলার (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৮, ২০১৭

---

জলবায়ু পরিবর্তনের কারণে এবার দেরিতে ইলিশের দেখা পাওয়ায় খুশি বরিশাল উপকূলের জেলেরা। ইলিশ পড়তে শুরু করায় একদিকে যেমন ডাকাতের উপদ্রব বেড়েছে, অন্যদিকে ভারতীয় ট্রলার এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেরা। তারা বলছেন, ভারতীয় ট্রলার এসে আমাদের মাছ ধরছে এবং আমাদেরকে মাছ ধরায় বাধাগ্রস্ত করছে।

একজন জেলে বলেন, দুইদিন আগেও সাগরে মাছ ছিলনা, এখন মোটামুটি ভালো মাছ পাওয়া যাচ্ছে, ডাকাত এসে আমাদের তারা করতেছে। আরেকজন বলেন, ভারতীয় ট্রলার এসে বাংলাদেশের সীমানায় মাছ ধরছে। তারা মাছ ধরতে আসলে আমাদেরকে জাল ফেলতে দেয়না।

ভারতীয় ট্রলার অনুপ্রবেশ ডাকাতদের রোধে নৌবাহিনীর টহল জোরদার করার দাবি জানিয়েছেন ট্রলার মালিকরা। একজন ট্রলার মালিক বলেন, নৌবাহিনীর টহল জোরদার করা হলে ভারতীয় ট্রলার এসে মাছ ধরতে পারবেনা।

জেলেদের রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, এ বিষয়টা আমরা গুরুত্বের সাথে দেখছি। এটাকে যাতে রোধ করা যায় আমাদের মৎসজীবিদের যাতে রক্ষা করা যায় সে ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : একাত্তর টিভি